সাতদুয়ারী সংসার
হয়তে কোনো বৃষ্টিবেলায়,
আকাশ কালো আঁধার ছুঁয়ে,
আসবো ফিরে।
আসবো আবার উঠোন জুড়ে
পুঁইমাচা বা রঙ্গনফুলে,শিউলি ডালে,
আসবো ফিরে।
কোনো এক তপ্ত দুপুর ভীষণ তৃষায়
বুকের বাগান খুড়তে গিয়ে,
চাতক চোখের আকুল চাওয়ায়
দিক হারাবে,
ঠিক তখনই আমায় 'তাহার'পড়বে মনে,
এই ই শুধু গোপন কথা কেউ জানেনা!
চাতক চোখের তৃষ্ণা যেন আয়নামহল!
তোমার আগে কেউ জানেনি,কেউ জানেনা।
তাইতো আমার ফিরে আসার ইচ্ছে জাগে,
বৃষ্টি হয়ে ডাক পাঠানোর ইচ্ছে জাগে,
ফুলের সভায় সোহাগ স্নান ইচ্ছে মাগে।
হয়তো কোন সন্ধ্যা বেলায়,
ঘরের মায়ায় আসবো আবার,
তখন কি আর মানুষ হবো?
আলু,পটল,পেঁয়াজ কিংবা পোস্তদানায়?
সংসার যার সাতদুয়ারী,তাকেই বুঝি পায়
বাহানায়
সেই বাহানার আঁচল গিঁটে আসবো ফিরে
আসবো আবার,ফিরবো জেনো জুঁই ছলনায় সজনে শাখে
কিংবা ধরো ছায়ারমতো থাকবো সাথে
আসবো ফিরে......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much