অবক্ষয়
গুলজার হোসেন গরিব
আমাদের অবক্ষয় রাস্তায় স্লোগানে
জনসভা মজলিশে নেতা নেতৃত্ব বক্তায়
সোশাল মিডিয়া জুড়ে সমাজের আয়নায়।
আমাদের অবক্ষয় রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্রিয় বিধানে
নৈতিক দায়িত্বে চিন্তায় সৃজনশীলতায়
চলনে বলনে বিশ্বাসে উৎসব উদ্দীপনায়।
আমাদের অবক্ষয় ঘুমে ও জাগরণে
আদেশ উপদেশ বোধে নীতি নৈতিকতায়
পারিবারিক শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যায়।
আমাদের অবক্ষয় কর্মে ধর্মে জ্ঞানে
দিন দিন বেড়ে ওঠা যত্ন প্রেম ভালোবাসায়
সম্প্রীতির বাঁধনে কর্তাদের পরিকল্পনায়।
অনেক অনেক কৃতজ্ঞ আমার কবিতাটি স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকায় প্রকাশ করার জন্য।
উত্তরমুছুন