উত্তরের হাওয়া
সালাম তাসির
প্রেম এক অদ্ভুত অলঙ্কার
কখনও ফুলের কখনও কাঁটার
একবার ভোলে বার বার ভোলায়
কখনও জোছনায় কখনও আঁধার।
অভিমানে হৃদয় খুঁড়ে অশ্রুজলে ভাসায় দু'কুল
কখনও উড়িয়ে আঁচল কখনও ভাঙে সব ভুল
দু'চোখে আনন্দ ধারা মননে স্বপ্ন জাগায়
কখনও লালনে সুখ কখনও নজরুল।
ক্ষণিকের ললাট চুমি ভুলে যাওয়া দুঃখগুলো
কখনও বসন্ত রাত কখনও উষার আলো
জীবনের ফল্গুধারায় সুখ দুঃখ একসাথে রয়
কখনও ক্লান্ত আঁধার কখনও প্রদীপ জ্বালো।
জোছনা ধোয়া বিশ্বাসের ফুল
কখনও কালো গোলাপ কখনো রক্ত শিমুল
জীবনবোধে জাগুক প্রাণ পূর্ব জন্মের ঘরে
কখনও ফুটছে বকুল কখনও গন্ধে আকুল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much