০৯ জুলাই ২০২২

এম. আর হারুন এর কবিতা "স্মৃতি বিজরিত"





স্মৃতি বিজরিত

এম. আর হারুন


বৈঞ্চব পাড়ায় গৌরনিত্যানন্দের কীর্তণ
ঢাকের তালে সারা রাত চলবে ভগবানের জয়োগান,
নেশায় মাতাল হয়ে দেবানন্দ তুমিও
সেখানে ছিলে সনাতনী একজন গুনগ্রাহী,
আজ তুমি নেই দেবানন্দ,
স্মৃতির পাতায় বেশ মনে পড়ে।

কলেজ রেষ্টুরেন্টে সিঙ্গারা খেয়ে
দিন কাটাতো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা
হত দরিদ্র মাহতাব,
তোমার আর ইঞ্জিয়ার হওয়া হলোনা
ক্যান্সার কেড়ে নিলো প্রান।

সুকুমার কবিতা লিখতে লিখতে
এক সময় দেশের সুনামখ্যাত কবি হতে
চেয়েছিলো সুনাম সুখ্যাতির আশায়,
সেই সুকুমার আজ পাগল বেশে
রাস্তায় কুঁড়ানো বিড়ি তুলে টানছে।

ক্লাশের শেষ বেঞ্চে বসে থাকা আজিম
কখনই স্যারের পড়া দিতো পারতো না,
স্যার বলতো কিছুই হতে পারবে না
আজ সেই আজিম কোটি টাকার 
গাড়ি হাঁকিয়ে চলছে শহরের ব্যস্ত নগরীতে।

ক্লাশ রুমে টেবিলে তাল তুলে গান করতো
যে আফজাল শিল্পী হওয়ার আশায়,
আজ সে হাসপাতালের বারান্দায়
মৃত্যুর সাথে যুদ্ধ করছে প্রতিনিয়ত,
তাকে দেখবার কেহ নেই।

বিশ্ব জুড়ে যে ছেলেটি আজ বিজ্ঞানী
নামে খ্যাতি অর্জন করে নোবেল পেলো
সে আজ মাটিতে পা রাখার সুযোগ পাচ্ছেনা
দিবানিশি চন্দ্র গ্রহন নিয়েই ধ্যান জ্ঞানে মগ্ন
অথচ তাকে পাত্তা দিতাম না।

আজ আমরা কে কোথায় আছি
কারো হাড় মাংশ পচে গেছে,
কেউ দেউলিয়া হয়ে পথে বিড়ি টানছে
কেউ বিশ্বের বুকে মহা মানব,
কেউ ছেঁড়া কাঁথায় রাত পার করছে
কেউ মৃত্যুর সাথে যুদ্ধ করছে,
কেউ গলা ফাটিয়ে দ্বারে দ্বারে ঘুরছে
একটি চাকুরীর আশায়,
সত্যিই আমাদের স্মৃতি বিজরিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much