কেই থাকে না
মিতা নূর
কেউ একজন চলে গেল,
গেল তো গেল!
বুকের ভেতর'টা একেবারেই,
নিগড়ে নিয়ে গেল।
যাওয়ার সময় শুধু'
শ্রাবণ চোখে তাকিয়ে ছিলাম।
বুক ফাটা আর্তনাদ চেপে ধরে.!
একবারও চিৎকার করে বলতে পারিনি,
পিছন ফিরে চাও।
শূন্য করে রেখে যেওনা,
আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও।
কেউ থাকে না, কেউ না..!
জানি হবে না জীবনে কিছু পাওয়া,
শুধু আর্তনাদে, মিছে চাওয়া।
শুধুই মিথ্যে প্রতিশ্রুতি,
মিথ্যে মায়া বাড়িয়ে' আঁকড়ে ধরে রাখা!
কেউ আগলিয়ে রাখে না,
থাকবে বলেও,
শেষ অব্দি কেউ থাকে না।
বেশ হয়েছে
উত্তরমুছুনসত্যিই কেউ থাকেননা! সুন্দর কবিতা কবি। ভালো লাগলো। অশেষ ধন্যবাদ।
উত্তরমুছুন