০৯ জুলাই ২০২২

কবি সুব্রত চক্রবর্ত্তী এর কবিতা "শেষের ঠিকানা"




শেষের ঠিকানা

 সুব্রত চক্রবর্ত্তী
    

কৃত্রিম মায়াবী আলোর বন্যায়
 ভাসছে সবাই ----
আমিও তারই মাঝে এগিয়ে চলি অনিবার।
হতাশার পাহাড় বয়ে বয়ে বেড়াচ্ছি।
তবুও চলছি , ছুটছি - ছুটেই চলেছি
অজানা কোনো রাজপথ ধরে।
একটা একটা করে মাইল ফলক
তীব্র গতিতে পিছিয়ে যায় দূরে --
সরে সরে আরো দূরে ।

আলোর ঝলকানিতে 
ঝাপসা হয়ে আসে দৃষ্টি।
চলার পথ কেমন যেন আরো অচেনা।
চেনা মানুষের ভিড়েও
আপনজনের দেখা নেই।
আগামীর স্টেশন ঠিকানাহীন --
পথের শেষও অজানা।

তথাপি ভেসে ওঠে ঝাপসা চোখে
ব্যর্থতা,চরম ব্যর্থতাময় আমি।
তবুও চলছি,ছুটেই চলেছি
হতাশার পাহাড় কাঁধে বয়ে বয়ে
ছুটছি একটার পর একটা
মাইল ফলক পিছনে ফেলে --
দূরে আরও দূরে ---।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much