জীবন
কানন রায়
জীবনকে জীবন দিয়ে জয় করতে হয়,
মরণকে প্রাণের বিনিময়ে
টুকরো টুকরো কথা,
ছোট্ট ছোট্ট ব্যথা
বলে দেয় কত না বলা কথা।
একটু ভালোবাসা,
ছোট্ট ছোট্ট আকাঙ্খা
কিছু পাওয়া কিছু না পাওয়া
চিনিয়ে দেয় জীবন কতো সহনশীল।
জীবনের চাওয়া এক রকম
জীবনের পায় আরেক রকম।
জীবনের দেয়া এক জীবনের নেয়া আরেক
এতো কিছুর মধ্যে ও জীবন বহতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much