পলাশ চেয়েছি
গীতা চক্রবর্তী
বসন্ত তোমাকে দোষ দিতে চাই নি,
পাশে দাঁড়িয়ে পলাশ চেয়েছি; মনের ভাষায়
কথারা বহিরাগত থাক,
ছুঁয়ে থাক দৃষ্টিভ্রম মরীচিকা।
জীবনমুখী গানে গানে হারানো সুর খুঁজেছি
বসন্তের মৃদু বাতাসে,
সংযত হয়ে মাখতে চেয়েছি আবিরের রঙ
তবু মনে হয় বেবাক হাতছানি সেই তো ঝরে পড়া শায়িত শিমুল,
প্রেম প্রতিবিম্বের আলেখ্য হয়ে থাক মননে।
দীর্ঘ লড়াইয়ে সিড়ি উর্দ্ধে উঠুক সগৌরবে,
অবচেতনেও প্রশান্তির প্রলেপে শুভ কামনা চেয়ে
রাখি
চিরন্তন বসন্তের কাছে।
মুগ্ধতা নিয়ে কথা বলেছেন
উত্তরমুছুন