বর্ষার দিনে
এম, এ করিম
কালো মেঘে সাদা বক উড়ে
চারদিকে অন্ধকার জুড়ে
হিমেল হাওয়ায় ছুটে যায়
টিপ টিপ ঘণ ধারা বর্ষায়,
চারদিকে পানি আর পানি
খাল বিল নদী নালাই
ছোট বড় হরেক মাছ
ভেসে বেড়াই ডোবায়,
সাদা কালো পাতি হাঁস
ফ্যাক ফ্যাক ডাকে
ডাহুক আর পানকৌড়ি
খেলে একসাথে
নদীর বুকে যৌবন আসে
বর্ষায় পানি ঝরে ঝর ঝর
জেলে পাড়া থাকে সুখে
আনন্দের হাসি নিথর,
কদম তলায় রেনু আসে
বর্ষায় আমন্ত্রনের সাথে
কাঁশবনে নানা পাখি বসে
দক্ষিনা বাতাসে বর্ষাতে,
পাকা তালের গন্ধে মাতে
পিঠা পুলি আর চিড়ে ভাজাতে
গল্পে বসে কৃষক কৃষাণী খেতে খেতে
আষাঢ়-শ্রাবনের এই বর্ষাতে,
অবসরে থাকে কত খেলা
লুডু কেরাম বাগহাতি-
আর তাশের মেলা
এভাবে কেটে যায় সারাটা বেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much