ভালোবাসি তোমাকেই
সারমিন জাহান মিতু
নীল রংমহল দেখতে পাও তুমি,
যেখানে বিরহে কাঙাল মনের
ব্যথিত চোখের জল বিষাক্ত ছোবল
দেয় নিজের অন্দর মহলে ।
জানি দেখতে পাওনা তুমি,
মোটা ফ্রেমের চশমায়
ঢাকা পড়ে যায় সবটাই।
দেখেছো কখনো অক্সিজেন লেবেল নেমে এলে
কেমন বাঁচার আকুতি নিয়ে চেয়ে থাকা প্রিয় সেই মুখ।
দেখোনি তুমি,
তবে বুঝতে তেমনই আকুতি নিয়ে
প্রতিটি মুহূর্ত অপেক্ষা আমার
তোমাকে কাছে পাবার।
কি রকম করে বেঁচে আছি আধমরা পৃথিবীর বুকে,
একলা একজন আমি তোমার জন্য।
অথচ সে চাওয়া মূল্যহীন,
পচন ধরা জেলের ফেলে দেয়া মাছ গুলোর মতো ।
মানুষের মনের দাম কতো হবে আর,
বিনেপয়সাতে পাওয়া তো যায়।
অথচ কেউ কেউ ভালোবাসার একটু কাঙালি
হয়ে থাকে জীবন হতে শেষ পর্যন্ত।
বোঝানো যাবে না তোমাকে,
আসলে উচ্চ আদালতের কার্যক্রমে
বিচারপতি যখন তুমি নিজেই
আমার মতো আসামির শাস্তি দিতে পারো সর্বোচ্চ মৃত্যু দন্ড।
আমি সব দন্ড মেনে নিয়ে বলবো,
ভালোবাসি তোমাকেই নিরুত্তাপ উদাসী মেঘ হয়ে
গত জন্মে এবং এ জন্মে কি'বা পূর্ণজন্ম বলে কিছু যদি থাকে।
অভিনন্দন
উত্তরমুছুন