১০ জুলাই ২০২২

কবি বাবুল চৌধুরী'র কবিতা "ভালবেসে ভাল থেকো"




ভালবেসে ভাল থেকো

 বাবুল চৌধুরী 


কঠোর আমি নই মোটেই 
শুধু নিজেকে বদলে নিয়েছি এটুকুই যা,
আবেগের প্রেমে এতটাই  মজে গেছি 
তাই দূরে থাকি এই ভেবে 
যদি নিজেকে ফেরাতে না পারি !
ভালবাসায় লেনদেন আছে নিশ্চই
তবুও চাই তুমি ভালবেসে ভাল থেকো
দূরে থাক তুমি ভালবাসা লয়ে বুক ভরে। 
না পাওয়াতে সুখ আছে 
বিরম্বনা নেই তাতে কোনো
পেয়ে হারানোর চেয়ে 
না পাওয়াতেই সুখ খুঁজে নিও। 

এজাক্স, অন্টারিও 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much