আমার প্রিয়া
মোঃ সেলিম মিয়া
ডাগর ডাগর নয়ন বানে
পিলে চমকায় হাসি,
তুমি আমার কাঙালির ধন
ত্রিভূবনের বাঁশি।
রাঙা ঠুটেঁ জাগায় শিহরণ
তুমি সর্বগ্রাসী!
চুপি সারে হাতটি ধরে
বুনিয়েছো কত স্বপ্ন,
আশা নিয়ে বাসা বেঁধে
তাই তো তুমি রত্ন!
জোনাক জ্বেলে আঁধার ঘুচে
চাইতে কাছে পাওয়া,
ভালোবাসার ফুলদানিতে
বাসর সাজাতে চাওয়া।
বিয়ের সাজে রাঙা বেশে আসবে যখন ঘরে,
ভালোবাসার করিডোরে
ভরিয়ে দিও মোরে।
প্রতিক্ষার বাঁধ ভেঙে আজ
আমার প্রিয়া ঘরে!
সকাল সন্ধ্যা খুঁজি সুখ
তাঁরি ছোঁয়ার তরে।
সুখ খুঁজতে সুকান্তে হারিয়ে যাচ্ছি রোজ,
সংসার সুখে বেজায় খুশি
জীবন করছি উপভোগ।
ভালোবাসায় ধৈন্য মোরা চাওয়া পাওয়ার শেষ,
স্বাদ আল্লাদের হিসেব নিকেশ
চুকিয়ে দিয়েছে রেশ!
আমার প্রিয়া তুলনা বিহীন
মা হিসেবে অনন্য,
ভালোবাসার নাউ ভাসিয়ে
তাই তো জীবন ধৈন্য।
সংসার সুখে বেজায় খুশি
কাটছে ছন্দে দিন।
প্রিয়ার কুলে মাথা রেখে
তাকধিনাধিন ধিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much