কালের কুটুম
নাজিয়া নিগার
কী ভীষণ একাকিত্বের নোঙ্গরে
পা রেখে চলে অঙ্কুশ জীবন
ফালি ফালি করে কাটা মনের কোটর
পালের হাওয়ায় পলিমাটির প্রস্তর
যেনো এক মৃত্যুগন্ধা ফুল!
ফোটার অপেক্ষায়
অপেক্ষার প্রহর।
পথে পথ রেখে চলতে ফিরতে
দমকা ধাক্কায়
থমকে রয় বায়োনিক সময়!
কী নিথুয়ায় জড়িয়ে রয় বৈরাগী মন?
ক্লান্ত পাখির শহর
একান্নবর্তীর সারদ বাজায় ঘুমহীন পেঁচা
অথচ,দিনশেষে একা নীড়ে;
মায়ার খঞ্জনি হাতে কালের কুটুম।
নাইচ
উত্তরমুছুন