১০ জুলাই ২০২২

কবি রেজাউদ্দিন স্টালিন এর কবিতা "কবির খোয়ারি"




কবির খোয়ারি

রেজাউদ্দিন স্টালিন 


যখন রোদের গান মেঠোপথে করে পায়চারি,
শহরে তখন বাজে শীতাতপ ড্রামের খোয়ারি।

এখন রাখাল নেই কাকে তবে খোঁজে মেঠো পথ,
বাঁশির দরোজা দিয়ে চলে গেছে ঐতিহ্যের রথ।

কার আর ভালোলাগে জানজট কোলাহল দিন,
জীবনের স্বপ্নগুলো হতে থাকে ক্রমশঃ প্রাচীন। 

মোবাইলে ধেয়ে আসে প্রযুক্তির আশ্চর্য সুনামি,
বারুদ আকণ্ঠ খায় সভ্যতার সমস্ত প্রণামি।

মুহূর্ত এসেছে কাছে মহাকাল হারিয়েছে আয়ু,
বাঁচার সংগ্রামে কেউ হতে পারে হয়তো শতায়ু।

একদিন লোলচর্ম অবসাদ  বিষন্ন সময়,
কেড়ে নেবে স্বপ্নদেশ সবকিছু ভার্চুয়াল নয়।

অজর বাস্তব এসে হানা দেয় বুধের অন্তিমে,
ধীরগতি সবকিছু ডুবে যায় প্রজ্বলন্ত
অসীমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much