১১ এপ্রিল ২০২২

কবি শেখ রাসেল এর কবিতা "বলি শোন"




বলি শোন 
শেখ রাসেল 

বলি ঐ শোনরে জালিম
              দম্ভ মিছে বক্ষ জুড়ে, 
যদি চায় ফেলবে তোকে
             স্রষ্টা তবে গগণ ফুঁড়ে। 

মুখে যাঁর ঈমান তব
           আল্লাহ নাম শক্তি ভরা,
যাবে কি দমন কথায়
            অগ্নি নামের দগ্ধ খরা।

বলি ঐ শোনরে কাফের 
          ঈমান ভিতে রক্ত তাজা,
দলি তোর কপাল জুড়ে 
       নেশায় গিলা তিক্ত গাঁজা। 

কেন তোর হুঁশ থাকিতে 
             এই ধরাতে রুষ্ঠ বীণা,
চেয়ে দেখ বিশ্ব বাসির
               কন্ঠে তব তিক্ত ঘৃণা। 

বলি ঐ শোনরে বেকুব 
            তুচ্ছ কেন বাক্যে নারী,
তবে তোর জন্ম মিছে
        গর্ভে যেজন ধরছে তারি।

চোখে তোর নগ্ন ধূলায়  
             মূর্তি আঁকা প্রতিচ্ছবি, 
দেখে মন আঁতকে উঠাস
            আল্লাহু নাম দীপ্ত রবী।

1 টি মন্তব্য:

thank you so much