১১ এপ্রিল ২০২২

কবি শক্তি অধিকারী এর কবিতা "এলোমেলো আজকে ভীষণ তুই"




এলোমেলো আজকে ভীষণ তুই
শক্তি অধিকারী
         
এলোমেলো আজকে ভীষণ তুই...
হয়তো মনে বইছে ঝোড়ো হাওয়া !
পারবি কি তুই ভিরতে খেয়াঘাটে ?
উজানস্রোত কঠিন বড়ো বাওয়া!

মনের কোনে তুফান সেদিন ছিলো..
ঝড় হবে তা, বুঝবো কেমন করে !
আজ যদি সে সর্বনাশী হয়...
পারবি তাকে রাখতে বুকে ধরে ?

ইচ্ছেগুলো ঘুর্ণি হয়ে নয়-
যাক ভেসে আজ মিথ্যে বাঁধন ছিঁড়ে..
তটের পরশ লাগবে তবু গায়-
মিশবি যখন, সাগর ফেলে তীরে...

তাণ্ডবে তার, অতীত হবে সব
পড়বে ছিঁড়ে স্বাধের খোলসখানি...
পিছনফিরে তাকাসনা আর তুই
বইবে চোখে, অশ্রু তোরও জানি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much