মা'গো তোমার হাসিতে জান্নাত
মিতা নূর
স্বার্থপর এই পৃথিবীতে,
সবাই সবাইকে ছেড়ে চলে যায়,
সবাই সবাই'কে যায় ভুলে।
শত আঘাত শত ব্যথা পেয়েও
শুধু একজনই আঁকড়ে ধরে রাখে
পাঁজরের পাঁজর করে,দেয়না ছুড়ে ফেলে।
মৃত্যু'কে করে জয় যে দিয়েছে জান।
সে তো আমার মা, আমার জননী,
এই ভুবনে মাগো অসীম তোমার দান।
যতই দুঃখ আসুন, আসুক তুফান,
মা'গো বলে জড়িয়ে ধরলে জুড়ায় আমার প্রাণ।
মা'গো গুটি গুটি হাত ধরে শিখিয়েছ পথ চলতে।
শিখিয়েছ হোটচ খেয়েও উঠে দাঁড়াতে,
শিখিয়েছো দুঃখ পেলেও হাসি মুখে কথা বলতে।
মা'গো তুমিই আমার বড়ো শিক্ষক,
শিখিয়েছ আমায় কঠিন জীবন গড়তে।
মা আমার মা- কতো মধুর ডাক,
তুমিই আমার সব, অল্প থেকে অনেক।
মা'গো খোদার পরে তোমার আসন,
আসমানের সমান।
মা'গো পাপী আমি,করিও আমায় ক্ষমা।
তুমি আমার মা'জননী, তুমি আমার-মা,
অজান্তে,কতই না দিয়েছি তোমায় আঘাত।
তোমার কান্নায় মা'গো আরশ উঠে কেঁপে,
মা'গো- তোমার হাসিতে জান্নাত।
১০/০৪/২০২২--ইং-- রাতঃ--১০ঃ৩৪,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much