১০ এপ্রিল ২০২২

কবি ইসলাম'রবি এর কবিতা "অদৃশ্য গোপন চিঠি"




অদৃশ্য গোপন চিঠি
ইসলাম'রবি

সারাদিনের কর্মব্যস্ততা শেষে 
ক্লান্ত দেহ নিয়ে বাসায় ফিরে ,
খাবার আর তারা দেখে বিছানার চাদরে 
শরীল যখন এলিয়ে দেই ,
একটি শূন্যতা তোমায় মনে পড়ে
বহুদূরে আম্মা তবুও আছো মনের ঘরে ,
অবশেষে রাতের আকাশকে প্রশ্ন করি 
আম্মা তুমি কেমন আছো বিধাতার কাছে ?
জাগতিক সব স্মৃতি জেগে ওঠে তখনই 
এক বুক হাহাকার সাধ্য কার সান্তনা দেওয়ার ,
সবার কাছে অনেক বড় মানুষ আমি
তুমি একমাত্র এখনো ছোট মনে করেছ 
তোমার ছোট্ট রাগের জাহাজকে ,
যেখানে আছি যেভাবে আছি 
আম্মা তুমি আছো মস্তিষ্কের অলিগলিতে 
এই জগত সংসারে ছায়া তরু হয়ে ,
আম্মা তোমার মত আর কেউ হয় না
তোমার তরে চিঠি লিখি আমার সময়ে
সুখের সব মূহূর্ত এসে হাজির হয় বসলে ,
চিঠিকে বলি উড়ে যা অদৃশ্য হয়ে আম্মার কাছে 
আর আমার সালাম দিস আম্মার তরে,
আম্মা তোমার সাথে আমার প্রেমের রচনা নাই 
কিন্তু তোমার সাথে আমার আত্মার আত্মার সম্পর্ক !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much