১০ এপ্রিল ২০২২

কবি দীনবন্ধু ঘোষ এর কবিতা "চিড়িয়াখানা"




চিড়িয়াখানা
দীনবন্ধু ঘোষ
                    ‌
চিড়িয়াখানা  চিড়িয়াখানা‌ 
কলকাতার ই   চিড়িয়াখানা ,
সকাল থেকেই চলতে থাকে 
কত লোকের আনাগোনা ।

শিশু থেকে  বড়ো সবাই
ছুটে আসে চিড়িয়াখানায় 
খা‌ঁচাবন্দি  বন‍্য দেখে 
জুড়াই  যদি জীবনখানাই।

হঁংস থেকে হস্তি দেখি
বাঘ ভল্লুক নানান পাখি
জেব্রা জিরাফ হরিণ কুমির
দেখছে সবাই ভরিয়ে আঁখি।

ওদের দেখে খিলখিলিয়ে কেবল হাসে সবে,
কি মজাই না আজ পেয়েছি আনন্দ এই ভবে!
দূর হতে আকাশ হয়ে অতি হতাশ 
বর্ষায় অশ্রু নিশীথে নিরবে।


কেউ জানেনা কষ্ট ওদের ,
বোঝে শুধু আমোদ নিজের
বিনা দোষেই বদ্ধ ওরা জেলখানার  ঐ   নামান্তরে
স্বপ্নে ওরা আমায় বলে,"আমরা সুখী বনের দ্বারে"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much