১০ এপ্রিল ২০২২

কবি রজেশ কবিরাজ এর কবিতা "প্রতিজ্ঞা"




প্রতিজ্ঞা
রজেশ কবিরাজ

আমাকে দুর্বল করে না প্রবল ঝড়
যবে ছেড়ে এসেছি ঘর।
নিয়েছি কতজনকে আপন করে 
সবাই ভেবেছে আমাকে পর।
নেইকো আমার ক্ষুধার জ্বালা 
নিভৃতে কাটিয়েছি কত বেলা,
খেলেছি কতজনের সাথে কত খেলা !
তবুও আমাকে কেউ পরায়নি প্রেমের মালা।
আমার অন্ধকার প্রতিটা রাত 
কাটে স্বজনহারা বিষাদে ;
মনে হয় আমি ফিরে যাই -
আবার আমার আপন স্বদেশে।
আমি হেঁটে যাই নিঃশব্দে 
কাঠফাটা রোদ্দুর দুপুরে কিংবা রাত্রে,
কত জনকে ভিক্ষা দিয়েছি সযত্নে ;
তবুও মনে হয় আমি কি -
ভুল করছি প্রতিটা ক্ষেত্রে ?!
এই আলোয় ভরা ধরার মাঝে
সেজেছি কতভাবে কত সাজে !
তবুও ভুলিনা কত শত আঘাতের ক্ষত
ভেসে ওঠে সেই ক্ষত মাঝে মাঝে।
দেখেছি চোখের সামনে কত মানুষ
বলেছে এসে মধুর কথা,
তাদের ভালোবেসে দেখেছি আমি 
তারাই দিয়েছে আগে শত শত ব্যথা।
চোখ মেলে দেখেছি এই নিষ্ঠুর পৃথিবীতে
পড়েছে লাশের পরে লাশ,
তবুও একজন কেউ দেখিনি 
কাউকে ভালবেসে নিতে মনুষত্বের শ্বাস।
যতদিন আছি পৃথিবীতে বেঁচে 
পারব কি দেখে যেতে মানবতার বিকাশ !
প্রতিজ্ঞাবদ্ধ হবো আজ, যতই পাই যত ব্যথা
করে যাব মানুষের জন্য কাজ।
আমি চাই আপন হতে সবার,
চাইনা হতে ইতিহাসের পাতায় অমর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much