প্রতিক্ষা
সঞ্জয় কুমার বণিক
একটি ব্যাংকের প্রতিক্ষা রিমিটেন্স,আমানত
একজন ধনাট্যের যে কোন উপায়ে ধন সংগ্রহ
ছিনতাইকারীর প্রতিক্ষা কি উপায়ে বেকায়দায় ফেলে ধন ছিনতাই।
ঘুষখোরের ফাইল ঠেকিয়ে অর্থ আদায়-
একজন সার্থপরের চিন্তা কি ভাবে ভাল মানুষকে ফাঁসিয়ে নিজের সার্থ আদায়।
একজন হিংসুটের চিন্তা নিজের নাককেটে
পরের যাত্রা ভংগ করার
একজন শুভাকাঙ্খীর চিন্তা সমাজকে সু্ন্দর পরিচ্ছন্ন করে গড়ে তোলবার।
একজন অনাহারীর চিন্তা দুমুঠো ভাত যদি কেউ সেদে দেয়।
একটি নির্বোধ প্রানির প্রতিক্ষা রেষ্টুডেন্টের ভিতর থেকে কেউ ছুড়ে দেবে একটু খাবার অথবা দুএকটা হাড় ।
একজন লেখক বা চিন্তাশীলের প্রতিক্ষা কখন এ বিষয়গুলো মানুষের বিবেক সত্যিকারের মানুষ হতে নাড়া দিবে-
প্রতিক্ষা শুধু আমার নয় সবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much