অন্বেষণ
সুচিতা সরকার
লক্ষ্যহীন এলোমেলো রাস্তায়,
আগেও হেঁটেছি বহুবার।
কখনও চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে,
দীর্ঘ অপেক্ষা করেছি একটা সূর্যোদয়ের।
কখনও আবার হাতড়েছি অন্ধকার গলির বাঁক,
কিছু নীল জোনাকিদের খোঁজে।
নিকষ কালো নিশিপথ আলো করতে,
শরীরটাতে আগুন দিয়েছি বার বার।
না! পারিনি আমি।
আলোর অভিমুখ খুঁজতে ব্যর্থ হয়েছি প্রতিবার।
গাঢ়ত্ব বাড়িয়ে আঁধার ধেয়ে এসেছে আরও কাছে।
তবুও ছাইয়ের স্তূপে দাঁড়িয়ে আজও স্বপ্ন দেখি,
একটা নীলপদ্ম শুধু আমার হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much