মানুষ
তাহেরা আফরোজ
মানুষের ভীড়ে গিয়েছি অনেক, মানুষ দেখেছি
বারবার বিভ্রান্ত হয়েছি,
কে যে কাছের আর কে যে দূরের
এই হিসাব অংকের চেয়েও জটিল
যেমন জটিল জঞ্জাল শহরের বৈদ্যুতিক তার।
মানুষ ভালো লাগে না
মানুষের মুখোশ ক্রমান্বয়ে খসে খসে পড়ে চোখের সামনে
কার দোষ বলো ?
আমার কি দৃষ্টি বিভ্রম হয়েছে ইদানিং ?
চোখের তীক্ষ্ণ চাহনিতে যে চুম্বকীয় শক্তি ছিল
সেও নষ্ট হয়ে গেছে আজকাল
চোখের আলোয় একটা আলোকিত মুখের মূর্তি গড়েছিলাম
সেই মূর্তিও গুড়িয়ে গেছে
অথবা আছাড় দিয়ে গুড়ো করে ফেলেছি।
একটা আলোকিত মুখের সন্ধানে বিজ্ঞাপন দিব
একটি আলোকিত মুখের সন্ধানে নেমেছি আবার
একদম নিখাঁদ গড়া মূর্তির সন্ধানে নেমেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much