ভাষা
সেলিম সেখ
বাংলা মোদের গর্বের ভাষা
পেয়েছি শত কষ্টে,
সেই ভাষাই শুনবে তুমি
সকল বাঙালীর ওষ্ঠে।
বাংলা ভাষা শুনে মোদের
প্রাণ ধড়ে তে ফিরে,
বাংলা ভাষার অপমানে
প্রাণ যে যায় ছিঁড়ে।
পৃথিবী জুড়ে ছড়িয়েছে আজ
এই বাংলা ভাষা,
বিদেশীরাও পড়ছে বাংলা
বলছে দেখো খাসা।
বাঙালির রক্তে মিশে আছে
মোদের বাংলা ভাষা,
বিশ্বজুড়ে জনপ্রিয়তায়
সপ্তম স্থানে আসা।
এই ভাষাতেই পড়ি লিখি
এই ভাষাতেই গাই গান,
বাংলা ভাষা না বললে
বাড়বে কীভাবে মান।
অসংখ্য ধন্যবাদ জানাই স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকা কে
উত্তরমুছুন