আশাদীর্ণ অনুতাপে
রফিকুল ইসলাম
নন্দন ভুবনলোকে আনমনে জাগে
কত স্বপ্ন এলোমেলো
তৃষ্ণিত পলাতকা মন পরম আত্মীয় প্রিয়জন
কত বন্ধু এল-গেলো।।
অনুভূতির সীমানায় কত কল্পনা
কত প্রত্যাশার পায়চারী
কখনো অভিমানে পিয়াসী মনে আড়ি ।
স্বপ্ন বিন্যাসে নিশিদিন নীলকণ্ঠ ফোটে
ধূলা মাটির মায়া মালিকায়
বেগুনি প্রজাপতি নাচে বাতাসে গায়।
ভালোবাসার অরণ্যে মুখ লুকায়
আবেগী বাসর সাজায় পাতার আড়ালে।
শত চুম্বনে অনুরাগে মায়ায় জড়ালে ।
ঘুম ভাঙা ভোরে ঝরে পড়ে সুখের শিশির
রোদেলা ক্লান্ত দুপুর
অদূরে হাঁসের ছানা জলে ভাসে
ব্যথার দেউলে বসে কত কথা মনে আসে।
বিকেলের সোনা রোদে
হলুদ ঝিঁঙে ফুল মাচায় দোলে
প্রণয়ী পায়রা বাকবাকুম মাতে টিনের চালে।
অলখ্যে হলুদ রঙে ঝরে পড়ে পাতার আয়ু
আশাদীর্ণ অনুতাপে
বিমর্ষ-ম্লান জীবন সন্ধ্যা বিদায় আরতি জ্বালে
আঁধারের নির্জন পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much