পালাব কোথায়
সৈয়দ আহম্মদ আশেকী
তোমাদের ছেড়ে আমি পালাব কোথায় ?
এ মমতাময়ী প্রেম-ভালোবাসা মাখা
মিশে আছে আমার প্রাণ।
আমার শত জনমের পূর্ব পুরুষেরা
এইখানে ঘুমায়ে আছে,
আমার বাবা ,আমার দাদা
তাঁর বাবার বাবা,দাদার দাদা
তাঁদের স্পর্শ পাই সর্বত্র।
মমতাময়ী মাটির পরতে পরতে
বৃক্ষের কান্ডে,ডালে,পাতায় মুকুলে, ফুলে
বাতাসের গন্ধে,সুস্নিগ্ধ নদী-ঝিলের জলে
পাখির কলতান,আলো,বৃক্ষ ছায়
তাঁদের ছেড়ে আমি পালাব কোথায়?
এইখানে মাটির ঘ্রাণে মিশে গেছেন নবাব সিরাজ
জন্মভূমি ছিলো যার বক্ষের পাঁজর,
দরাজ মুক্তি কন্ঠের ঢেউ শেখ মুজিবুর রহমান,
বহমানকালে শেরে বাংলা ফজলুল হক,
দেশ প্রেমের উপমা হোসেন শহিদ সোহরাওয়ার্দী,
শুদ্ধ মানব মাওলানা ভাসানী,
উদ্যমী প্রাণ পুরুষ জেনারেল উসমানী
স্বপ্ন সিঁড়ি-চুড়ায় স্বপ্ন ছিল;
মেঘের ফাঁকে ফাঁকে ধবল চাঁদ
উঠে হেসেছিল মায়ায় মায়ায়
তাঁদের ছেড়ে আমি পালাব কোথায় ?
টলমল নদীজল, সুনির্মল বায়ু
দিগন্ত বিস্তৃত আকাশ,সবুজের হাসি।
এইখানে আমার ঘর,গ্রাম,নগর,বন্দর
আমার স্বজন,প্রিয়জন,স্বপ্ন-কোলাহল।
রাধারমণ,বাউল করিম,হাছন,লালন
ধানের শিষে কৃষকের আনন্দকেতন
ঢেউ খেলে আঁকাবাঁকা হাওয়ায়
এত সুখ রেখে আমি পালাব কোথায় ?
এ মাটি আমার বেঁচে থাকা
যে ঘ্রাণে বুকে সজিব-শক্তি সাহস
দুর্বার চিত্ত ,উম্মত্ত ইচ্ছা পৌরুষ।
জন্ম জন্মান্তরে বাঙালিপনা।
এ মাটি আমার মা;
পূর্বপুরুষদের মত আমিও
মাটির কোলে মিশে যাব
তবু নিঃশেষ হবো না কোনদিন।
এ বায়ু চরে শ্যমল আঁচল ধরে
নির্মল ঘ্রাণ নেবো,সুবাস নেবো।
তোমাদের ছেড়ে, প্রেমের কোল ছিঁড়ে
কভু কি ভাল থাকা যায়?
তোমার ছেড়ে আমি পালাব কোথায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much