১২ জানুয়ারী ২০২২

কবি রুকসানা রহমান এর কবিতা





উদীয়মান সূর্য

 রুকসানা রহমান


প্রত্যাশার আশায় দীর্ঘশ্বাস নয়,সভ্যতার ঝরণা ধারায় মনস্তাপের খেলায় বেঁচে থাকা কাঁধে স্মৃতির বোঝা 
আর ধর্মান্ধতার ভিতর হেঁটে যাওয়া, তাম্রতামাশার
ঘুড়ির লাটাই নই। 

ঈশ্বর আপনি ওকি চান ? 
প্রাচীন নারীর মতো ব্রাকেট 
বন্দী হয়ে, জানতে হবে লাউ,চিংড়ি, রুই - ইলিশের
জটিল সমীকরণ ? 

এই আত্মা খোঁজে আকাশ ছুঁয়ে,  মাটির গন্ধ নিয়ে  শব্দ বর্ণের রহস্য ! 
ভাগ্যরেখায়  ত্রাণ বিতরণের মতো সঁপে       
দিবোনা  সম্পদ  নিশুতি খেয়ালি রাতে ?
আমি ভেসে যাবো জোয়ারে,মধ্য গ্রীষ্মের সূচনায়... 

পোড়া বসন্তের হাটে-বাজারে,অপবাদ গ্লানি, গোপন ব্যথা,পঞ্চভুতের
নগ্ন উপহাস অগ্রায্য করে দুঃসাহসী দ্রঢ়ীয়সী  শূণ্যতার  নেকাবের ভিতর  অদ্ভুত স্বপ্নরা ডাকে, ভাঁজখোলা পাহাড়ে উদীয়মান সূর্য, টিউলিপের গন্ধ বিলায়
আমি সেই - মন তিয়াসী তীর্থযাত্রী
এক্সপ্রেস ট্রেনের শব্দ
অপেক্ষা অনন্ত জংশন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much