অচেনা মেয়ে
ফাতেমা হক মুক্তামনি
একদিন আমি ভুল পথ ধরে একা একা হাঁটবো
হাঁটতে হাঁটতে তোমার বাড়ির উল্টো পথ ধরে
চলে যাবো অনেক দূরে, অন্য কারো বাড়ির পথে।
যেতে যেতে আমি অতীতের সবকিছু ভুলে যাবো,
ভুলে যাবো আমি
পিছনে ফেলে আসা পুরনো দিনের সব কথা।
একদিন আমি সকলের কাছে খুব অচেনা হবো
আমার পরিচয় আড়াল করে
আমি অন্য গাঁয়ের অচিন পড়শি হবো।
সেখানে আমি আমার নাম দেবো "অচিন মেয়ে"।
আমাকে তোমরা কেউ কোথাও খুঁজে পাবেনা
কেউ জানাতেও পারবেনা
আমি অচিন গাঁয়ের, অচিন মেয়ে হয়ে
কোথায়, কেমন আছি।
আমি জানি
একদিন তোমরাও আমাকে একদম ভুলে যাবে
কেউ আর এখনকার মতো
শিওরে রাখবেনা আমার লেখা বইপত্র।
অযথা বারান্দায় বসে বসে
কেউ আর পড়বেনা, আমারই লেখা অসংখ্য কবিতা।
মুঠোফোনে আমার লেখা গান বাজিয়ে আনমনা হয়ে, কেউ আর থাকবেনা দক্ষিণের জানালায় দাঁড়িয়ে।
কেউ আর ক্ষণেক্ষণে আমাকে ডাকবে না
সেই চেনা নাম ধরে
আমার দেয়া রুমাল, বুকপকেটে রেখে
কেউ আর বলবে না, তুমি এখন কোথায় আছো?
আমি জানি
একদিন আমি কালের যাত্রায় ভেসে ভেসে
সকলের কাছে ধূসর স্মৃতি হয়ে রবো।
আমার শূন্যস্থানে শিকড় গেড়ে বসবে
অসংখ্য জানা-অজানা পাহাড়ি বা সমতলের বৃক্ষ ,
আমার অস্তিত্বে শ্যাওলা জমে জমে
সেখানে ফুটবে অসংখ্য লাল, নীল পদ্ম।
আমার অবর্তমানে
তোমরা আবার উৎসবে মাতবে
নতুন কারো আগমনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much