১২ জানুয়ারী ২০২২

কবি সোলেমান রাসেল এর কবিতা





দুঃখিত মৃত্যু'তে
সোলেমান রাসেল 

যদি দুঃখিত মৃত্যুতে হয় অপবাদ 
যাতনার শোকে দাও দেহখানা পুড়ে,
জন্ম সুর চিহ্নে যদি কালো দাগ লেগে 
সন্ধ্যার গহীনে দাও কালো নাম মোড়ে।

যদি বিসর্জন হই সন্ধ্যার তারায় 
তারা হয়ে বেঁচে থাকো আলোক সাড়ায়।

যদি মুখ ফুটে বলি মিছিলের শ্লোক
অভয়ের পাঠ করি সত্যের আশায়,
হলদের ঐ পাতা ঝরি-- বসন্তের ডাকে 
বৈশাখী তুফান হও নির্ভীক ভাষায়। 

যদি অভিযোগ হয়, কোনো একরতি 
জ্বালো না কখনো আর সে মোমের বাতি। 

যদি আগমনি হয়, প্রতিবাদে ফেরা 
ক্ষুধার্ত জীবন হবো- রিক্সার চাকা'য়, 
রক্তের গন্ধ শুকায়ে ঘাম ফোটা ঝড়ি
জেগে ওঠো মানচিত্র স্বপ্নিল আঁকায়। 

যদি ফুল সম ফুটি কুঠির মিনারে 
গুণ হয়ে বেঁচে থাকো- বারাক দীদারে। 

যদি কাষ্ঠে ফাঁসি হয়, মজলুমি কণ্ঠে 
জল্লাদের তৃষ্ণা ছুবো- রশি করে প্রিয়,
পথ হয়ে এঁকে যাই যুগান্ত মুক্তিতে
শহিদের রক্ত ছুঁয়ে স্বীকারোক্তি দিও। 

যদি বুটের আঘাত চেপে ধরে বুকে-
জল হয়ে ঝড়ে যাবো আকাশের চোখে।

1 টি মন্তব্য:

thank you so much