সূর্যিয়াকে
তোমাকে যদি আমার মরার নিমন্ত্রণ দিয়ে যায়
তুমি কি আমায় একলা ভেবে নেবে
ভয় পেলেও অবাক হবো না
কারণ ভালোবাসার আতর আছে লেগে
নতুন কিছুই ভাবারই ছিল কই
তোমার চোখের উপর শুধুই দেখা
আমার যাবার সময় তোমার
একটা শুধু দিনের অপেক্ষা
তুমিই আমার গভীর যন্ত্রনা
তোমায় আমিই বলতে পারছি বেশ্যা
তুমি বড্ডো সরলতাই ভর্সা
এসব দেখে নিত্য করে আমার আমাবস্যা
ভালোবাসার আতর।
উত্তরমুছুনসুন্দর শব্দ ফচাৎ
Bhalolagar bharosa
উত্তরমুছুনদেবব্রত সরকার এর কবিতা অতি বাস্তব এক প্রেম কাহানি I এ এখন নিত্য দিনের খেলা I যাকে চাই পাই না I কারণ ওরা বড়ো অবুঝ I পরের বাড়ি যখন একা থাকে, তখন ওরা নিভৃতে কাঁদে I
উত্তরমুছুন