সে আর ফিরবে না
সূর্য রোজ অস্ত যায় বটে
আবার সে ওঠে পূর্ব আকাশে,
চির সুন্দর হোয়ে,
মরু ভূমির ওপর যখন
সে বিকসিত হয়,
মনে হয় কে জানো
সূর্য, চন্দ্র ও তারা একই
সোনা ছড়িয়ে দিয়েছে।
আকাশে থাকে।
আকাশ চিরস্থায়ী চিরকাল, তবুও ডাকে সুখতারা,
মানুষের জীবন একবার,
পর আর জাগে না।
দেহ হয়ে যায় একমুঠো মাটি।
যেহেতু সে মৃত্যুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much