০৮ ডিসেম্বর ২০২১

কবি শুভমিতা বিশ্বাস এর কবিতা



ভাবগপ্প 

জানো,
ভালোবাসা কি চায়?


ছায়াভরা হাত,
মাথার ওপর তোমার প্রতিবিম্ব 


ভালোবাসলে,
খড়ের ছাউনির ছোট্ট ঘরটুকুও 
হীরে হয়ে যায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much