০৫ ডিসেম্বর ২০২১

সামরিন শিরিন




এই পথটা ভীষণ প্রিয় 



এই পথটা ভীষণ প্রিয়। 
এ পথে অলীক মুখোশ ভেসে বেড়ায়
এক পরপত্যেস মুখ। 
এই পথের পা'য়ে পা'য়ে
এক ধোঁয়াশা গল্পের ভাংচুর। 
এই পথ মাড়িয়ে নিত্য হাঁটে চলে 
এক ছায়াশরীর। 
অথবা কারো বুকের ভেতর। 
এই পথের একেবারে যেই শেষ 
সেখানে হু হু করে নেমে আসে রোজ তুমুল বৃষ্টি ঝড়! 
অথবা কারো দুচোখ ভেঙ্গে। 
এই পথ, আচানক কিছু 
হারিয়ে ফেলার গল্প। 
এখানে স্থবির সোনালু গন্ধ অনেক মায়ায়।
এই পথ খুব বোকাটে, বিমূঢ় 
বিচ্ছিরি, বিবাগীনি। 

এই পথটা ভীষণ প্রিয়। 
এপথের হাওয়ায় হাওয়ায় উড়তে থাকে
পাষণ্ড এক অশ্বারোহীর ক্ষূরধুলি।

1 টি মন্তব্য:

thank you so much