০৫ ডিসেম্বর ২০২১

শহিদ মিয়া বাহার




গোধূলি  বেলায় 


আজ এই গোধূলি বেলায়
কি আবির ছড়ায়ে যায়
আহা একি  মমতায়, 
একি মিতালি হাওয়ায়  হৃদয়ে জড়ায়!

কত গোধূলির রঙ মাখিয়েছি গায়
কত শত সহস্র আবির 
এভাবেই পার হয়ে যায়
কত শত বিবাগী রাতের মলিন  জোছনা
না ফোটা রেণু-ফুল হাছনা হেনা 
মরমে মরে মনের যাতনা
কাহারে কাঁদায়  মাটিতে লুটায় এই বসুধায় ?
কত ঐ বৈরাগী রাত করেছি ভোর
কত সে তপ্ত  দুপুর
করেছি পার একা নিরালায়
পড়ন্ত বেলায়
কেউ নাই আজ------কেউ নাই পাশে
নিঃশ্বাসে প্রশ্বাসে
এই মন তাহারেই শুধু চায়!

 অস্ত গেল সূর্য আজ এমন সাঁঝে 
 এ কেমন বীণা বাজে
আধো আধাঁরে, হৃদয়ে আবার?
মনে পড়ে ক্ষণে ক্ষণে
রেখেছি যতনে
তোমার হৃদয়খানি হৃদয়ে আমার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much