আমরা কোথায়
মানুষ কেমন যেন হয়েছে দিশেহারা
তবে কি সমাজ হয়েছে, দুর্নীতি ভরা।
চাকরি বাকরি ব্যবসা পত্তর,সবই কেমন শূন্যে ভরা
সুষ্ঠু সমাজে চলছে ক্ষরা,জঞ্জাল পূর্ণ মস্তিষ্ক ভরা।
চতুর্থ পর্ব আসছে ,জলজ্যান্ত করোনা
যশ আম্ফানের ঘটনা,প্রকৃতি কখনো আর এনোনা।
শ্রমিক কৃষক ডাক্তার শিক্ষক,ভাই ও হে!
উন্নত সমাজের আর দর্শন নাহি রে।
দেশের সকল নেতার মুখে শুনি উন্নতি আর উন্নতি
বাস্তবে দেখি,দেশ ভরা দুর্নীতি আর দুর্নীতি।
ভোটের সময় শোনা যায় উন্নয়নের খবর
পরিশেষে বোঝা যায়, নগদ/সম্পত্তির কত বহর।
মিডিয়া খবরের কাগজ টিভি তে দেখি সব কুকীর্তি
জানিনা, হে ভগবান,আদৌ হবে কি
দেশের উন্নতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much