০৫ ডিসেম্বর ২০২১

মেহবুবা হক রুমা




সোনার আংটি


একটা সোনার আংটি 
হাতের আংগুল 
দখল করলো ভালোবাসায়।
সোনার ধরন ভালো ছিল না,
আংটির গড়ন তেমন ভালো ছিল না,
তবুও  সুন্দর হাতের সাথে মানিয়ে গেল।
মানিয়ে নেওয়া মেনে নেওয়ার জীবন হলো শুরু।
মেনে নেওয়াটা সবসময় একতরফা,
একজন যখন সব একাই মানতে থাকে,
সে একাই ক্লান্ত হয়, পরিশ্রান্ত হয়, একসময় তার ইচ্ছে
করে হাল ছাড়া মাঝি হতে,,
নৌকা যেদিকে খুশি যাক,
যেভাবে খুশি চলুক,,হালছাড়া নৌকা চলে না
গন্তব্যহীন ভাবে ভাসতে থাকে ভাসতে থাকে।
ভাসতে ভাসতে কোন এক বৈশাখী ঝড়ের তান্ডবে
নৌকাডুবি।
একটা মৃত লাশ ভাসতে ভাসতে নদীর কিনারায়।
অভাবী রহিম মিয়া দেখে মরা লাশ হাতে সোনার
আংটি।
দ্রুত আংটিটা খুলে নিল, লোকজন জড় হলো লাশের
খোঁজ খবর শুরু।
রহিম মিয়া বাড়ি ফিরলো বুকটা দুরুদুরু।
বউয়ের হাতে তুলে দিল সোনার আংটি,
খুশিতে আটখানা হয়ে বউ বলে উঠলো,
আহারে সোনার আংটি,
আমার কত্ত দিনের সখ,কত্ত দিনের স্বপন।
বউ মুখের সুখের হাসিতে, আংটিটা মরা লাশের
কথাটা রহিম মিয়া করে গেল গোপন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much