স্বপ্ন বিলাস
মাহমুদা রহমান
বেচে আছি নিজেস্ব জগতে যতদিন বাচা যায় !
জীবনের দিনরাত্রি কখনো মনে হয় অনুপম খাচায় !
বড়ো সাধে ঘর সাজাই পূর্নিমার চাদ দিয়ে
তোমার এ পৃথিবী সাজাবো আমাকে ঘিরে !
অতি যত্নে পরিপাটি এই কক্ষ গৃহদ্বার
গড়েছি কত শ্রম ঘামে এখন করছি চাষাবাদ !
কিন্তু শূন্য বিবর্ণ ধূসর মাঠ সমস্ত নিষ্ফল ,
বিনা দোষে এ জীবন ধূ ধূ কাটাবন !
নিজেই নিজের হাতে গড়েছি স্বপ্ন নিবাস
সাজানো ফুলের টবে না ঠোকে কালসাপ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much