২১ ডিসেম্বর ২০২১

কবি নূরজাহান শিল্পী ( ইংল্যান্ড ) র কবিতা





স্বপ্নের পৃথিবী জাগাই
নূরজাহান শিল্পী
( ইংল্যান্ড ) 



নিজদেশে পরবাসী অস্থির ,
মুক্তির স্বাদ পেতে উম্মুখ সতের কোটি আজ ।
নিপাত যাক  পশুত্বের আবাদ ,
দেশ নিয়ে যারা করে রক্তের চাষাবাদ ।
বায়ান্নোতে রক্ত দিয়ে জাতি কিনলো মুখের ভাষা ।
সেই ভাষাতে সত্য বলায় প্রাণ হারালো  আবরার ।
পরাধীনতার শিকল ভেঙে ,
ভোরের পাখিটা যাক উড়ে।
আকাশ খাঁচায় সোনালী রোদ্দুরে।
অসাম্যের বিরুদ্ধে জাগুক প্রতিবাদী সুর ।
চাইনা আজ প্রভাত ফেরির গান।
শহীদ মিনারে ফুলের সমাহার ।
তার পাশে দেখো উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা কিছু প্রাণ ,
চাই যে তাদের বাঁচার মৌলিক অধিকার।

আহবান করি জেগে উঠো বীর ।
কালের সাক্ষী হয়ে বলিষ্ট কণ্ঠের।
আবার হোক ধ্বনী উচ্চারন ।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ,
এবারের সংগ্রাম আমাদের বাঁচার সংগ্রাম ।
অগ্নিকান্ড ,ছেলেধরা ,নুসরাত হত্যা ।
নেই আজ কোথাও নিরাপত্তা ।
পেঁয়াজ ,লবন ,সড়ক পরিবহন আইন ।
বুলবুল ,ক্যাসিনো ,ধর্ষন ।
তাজা খবরে ভরপুর আকর্ষন ।
জাতিকে বানিয়ে বোকা ,
লাল সবুজের ভূখণ্ডে চলছে ধোঁকা ।
নতুন সূর্যের হোক দেদীপ্যমান সোনালী  উদয়।
 সাম্যের পরমানন্দে জাগুক হৃদয়।
স্বপ্নের পৃথিবীকে জাগাই প্রিয় পংক্তিমালায়..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much