বনফুল
৩৯ তম পর্ব
শান্তা কামালী
পলাশ ফিরে এসে জুঁই য়ের পাশে চেয়ার টেনে বসলো। রুমাল বের করে ঘাম মুছে জুঁই কে বললো। অনেক গুলো জায়গা থেকে ই অফার পেলাম। আমার ভালো লেগেছে মাল্টা ইউনিভার্সিটি অফ বিজনেস ম্যানেজমেন্ট মাস্টার্স ডিগ্রি কোর্সের অফার টা।কিন্তু.... প্রবলেম একটা আছে।
কি প্রবলেম, বলো...।জুঁই জানতে চায়।
সেটা পরে বলছি,আগে তো তোমার ইচ্ছে টা জানতে হবে।
আমার ইচ্ছে মানে?
মানে বিদেশে পড়তে যেতে দেবে কি-না? তোমার মন খারাপ হবে কি-না? তারপর তো অন্য কথা।
অফ কোর্স তুমি বিদেশে পড়তে যাবে,আমার আব্বু তাই চায়।তুমি তোমার ক্যারিয়ার তৈরী করে দেশের মুখ উজ্জ্বল করবে, আমিও চাই।
আর তোমার মন খারাপ?
সেটা তো হবেই,কি আর করা যাবে, নিয়ে তো যেতে পারবে না।আমাদের তো এখনো....
না থাক সেই সব চিন্তা। আমাকে দিনে ছ'বার করে ফোন দেবে,আর সেটা অবশ্যই ভিডিও কল।
পলাশ হা হা করে হেসে ওঠে। জুঁই বলে হাসছো,তুমি বুঝতে পারছো না, তুমি কতো দূরে থাকবে, আর আমার কি চিন্তা হবে না ?
হবে তো,কিন্তু তাহলে ক্লাস কখন করবো,আর স্টাডিজ টাইম কতটা পাবো,সেটা ভাবো।তারচেয়ে বরং সারারাত ভিডিও কলে গল্প করবো, আর....
হ্যাঁ, তারপর সারাদিন শরীর খারাপ নিয়ে বিছানায়, পড়াশোনা শিকেয় তুলে দেবে।আসল কথা বলো,প্রবলেম টা কি? আর মাল্টা দেশ টা কোথায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much