প্রেম পত্র
দেখে নিও আমিও কবি হবো
সম্পূর্ণ জীবন .. বলে কিচ্ছু নাই
নদীর কষ্ট , নীল জলের ভেতর ক্রমশ বিলীন হয়
দৃশ্যমান ও অদৃশ্যমান প্রেম জীবনের গভীরতা ধরতে ব্যর্থ হয় , হয়তো ধরতে চেষ্টাও করে না কখনো !
চোখের ভেতর শূন্যতা দেখে ,মন যখনই কৌতূহলী হয় ! খুবই অচেনা লাগে তোমাকে
তাতে কারো কিচ্ছু যায় আসে না .. অগনতি প্রেমিক আছে যাদের তাদের কবি হতে ও কবিদের প্রেম ভালোই তো লাগে ..
যদি সে বলে সম্পর্কের সমীকরণে পাল্টে যায়
অনিন্দ্য সুন্দর কথামালায় সুনির্মল অনুভূতি সিক্ত অনুরণন ধ্বনি ,
চটপটি আমি খাওয়াবো চলে এসো... কোন এক বরষায় সাথে কদম ফুল গুজে দেবো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much