২৯ নভেম্বর ২০২১

কবি আমিনা তাবাসসুম এর কবিতা



  
কটা পাখির জন্য এই রাত 



একটা পাখির জন্য এই রাত

এই মাত্র হুইসেল বাজিয়ে যে বাসটি বেরিয়ে গেল
অন্ধ দাঁড়কাক, অর্ধমৃত কাচের সিঁদুর
আর নোংরা গলির খানাখন্দে পড়ে থাকা
পানের পিক তার তোয়াক্কা করে না

আসলে সব আলো কুরেকুরে 
অন্ধকার গিলতে থাকে
আর প্রতিটা অন্ধকারের গভীরে
সকাল বিকেল সন্ধ্যে
নিয়ম করে ফুঁসে ওঠে 
               চিরন্তন দোজখ।

২টি মন্তব্য:

thank you so much