২৯ নভেম্বর ২০২১

উম্মে হাবীবা আফরোজা




রক্তিম সূর্যের দেশ


ধরেত্রির বুকে বিশ্ব মানচিত্রে আঁকা স্বাধীন এই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।

উন্নত শির লক্ষ প্রাণের স্মৃতিসৌধের স্বাধীন এই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।

বীর শহিদের আত্মত্যাগের শহিত মিনারের স্মৃতিস্তম্ভের এই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।

অমুর একুশ,৭১-এর ফাগুন রাঙা ফুল শিমুলের, শাপলা ঝিলের সজ্জিত এই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।

ইলশে মজা পান্তা ভাতের,
বর্ষবরণ হাল খাতার,
নবান্ন উৎসবের এই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।

মুক্ত বাতাসে উড়ন্ত লাল সবুজ পতাকার এই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।

ময়ুর পঙ্খী হাওয়ার পাল তোলার নৌকার নদীর দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।

দোয়েলের মুখে মিষ্টি সুরের গানের এই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।

পূব আকাশে উদিত রক্তিম সূর্যের উজ্জ্বল রঙের এই দেশ,
আমার প্রিয় স্বাধীন বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much