০৭ নভেম্বর ২০২১

কবি বিকাশ সরকার আলোউৎসবে এবং আমরা দুইজন

ভালোবাসা থেকে প্রেম 

দেবব্রত সরকার 

(আজ দ্বিতীয় কিস্তি) 

                                               লোউৎসবে সকলে যখন বাজি ফাটাচ্ছে তখন কবির কাছে আমরা দুইজন মানে সঙ্গে কবি বন্ধু তথা সাংবাদিক সানি সরকারকে নিয়ে কবিতা গল্প সাহিত্যে আলোর ঝলক দিয়ে গেলেন কবি।  কবি বিকাশ সরকার একজন প্রাণের মানুষ পাঠকের কাছে।  সবুজ মন নিয়ে হৃদয়ে নাড়া দেয়। তাঁর নিজস্ব অনুভূতিকে লেখার মধ্যে এমন ভাবে প্রয়োগ করেন যে , যে কোন পাঠকই ভেবে নিতে পারেন তার জীবনের কথা উল্লেখ করছেন।  কবিতার বই পড়তে পড়তে কালী পুজোর পরদিন সানি আমার ঘরে হাও হাও করে কেঁদে উঠল।  আমি তাকে কোন ভাবেই থামাতে পারিনা।  সানি বলল তোতন বলতো কি করে লেখেন বিকাশ দা ? আমি নির্বাক হয়ে চেয়ে থাকলাম।  সানি চোখের জল মুছতে মুছতে বাইরে ঘরে গিয়ে বসল আমার সঙ্গে তারপর বিকাশদাকে নিয়ে চলল আলোচনা কেটে গেল সারারাত।  কবির গল্প উপন্যাস ও কবিতা নিয়ে কি ভাবে যে রাত কেটে গেল জানতে পারিনি। সকালের পাখি ডাকতেই ব্যাগ কাঁধে কবির বই হাতে ট্যাক্সিতে গিয়ে বসলাম দুইজনে।  রওনা দিলাম শিয়ালদহ রেলস্টেশন এর দিকে। 

                                     
                            কবি বিকাশ সরকার কাব্যমায়ায় বুনে ঘর, কেউ নেই তার পরপর 
  

এটাই সত্য যে তিনি এই সময়ের অন্যতম এই বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি। কবি বিকাশ সরকারের কবিতায় মাটির ঘ্রাণ লক্ষ্য করা যায়।  কবি বিকাশ সরকারকে নিয়ে কবি কুমার অজিত দত্ত একটি নামি  সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন  যে, "ঈশ্বররেরা বিকাশ সরকারের কবিতা শোনে আর মুগ্ধ হয় পড়তে পড়তে , আমরাও সজনে -সবুজ হয়ে যায় , ধানক্ষেতে শুয়ে থাকি , আমরা আজ প্রকৃতি দারিদ্র হলাম ..." গৌহাটির কবি মুন চক্রবতী সেখানেই লিখেছিলেন-"লেখনীতে অনুভূতি জাগ্রত "কবি কৃষ্ণ প্রিয় ভট্টাচার্য ওখানেই উল্লেখ করেছেন -"বিকাশের কবিতা ক্রমশ বিকাশের মতোই বিকশিত "। কবি অনুপ আচার্য উল্লেখ করেছেন যে, মন ভরিয়ে দেওয়া মাটির গন্ধমাখা কবিতা।  
  

                                চায়ের দোকানে সেল্ফি 
                               চুপচাপ কবিকে দেখেছি 


 কবিকে নিয়ে কবি তুষার ভট্টাচার্য বলেছেন -"কবি বিকাশ সরকারের কবিতায় রয়েছে মাটির ঘ্রাণ।  জীবনানন্দর উত্তরসূরী প্রতিভাবান এই খানিকটা অনালোচিতই রয়ে গেলেন এটা ভীষণ আক্ষেপের। " 

                                               
                                           কবি বিকাশ সরকারের সঙ্গে আমি

 

                                     কবি বিকাশ সরকারের সঙ্গে কবি সানি সরকার 



জীবন কুড়ানো কথার যাদুতে ভরা কবিতার কবি , জীবন সংগ্রামের এক ফুটন্ত ভাতশিকারের কবি, কবি  বিকাশ সরকার তাঁকে শ্রদ্ধা ও প্রণাম। 
তাঁর ছন্দ হৃদয়ে দোলা দেয় আমার আমার করে কান । তাঁর দর্শন প্রতিটি শব্দে রহস্য মাখানো বোধ। 
উঠে আসে প্রতিটি নিয়তি মায়া । কবিতায় চুঁইয়ে পড়ে গ্রাম্য ভ্রাম্য প্রকৃতি । তাঁর  লেখার পিরামিড প্রেমে আমি হয়ে উঠি "বিষাদ বালক"। কবি আপনাকে অসংখ্যবার জানাই হার্দিক শ্রদ্ধা। আরো লিখুন আরো কবিতা চাই আমার এই বাংলা ভাষা। দু হাত খুলে আমাদের উজাড় করুন আপনার অনন্ত প্রেম। অপেক্ষায় আমরা আরো নতুন শব্দ বোধের আশায় ... 


                                                                                                                                    

1 টি মন্তব্য:

  1. প্রিয়জন,
    সম্পাদক, স্বপ্নসিঁড়ি।

    কবি বিকাশ সরকারকে নিয়ে লেখাটি চমৎকার মায়া মুগ্ধকর। এই লেখার ভেতর অন্য এক জীবনবোধ স্পর্শ করল। এখানে কবির সঙ্গে কবিতার, লেখকের সঙ্গে লেখকদের মেলবন্ধন লক্ষ্যণীয়। লেখকদের প্রেমের রংমিলান্তিও ঈর্ষনীয় কিন্তু। লেখাটি আরো এগোক। উন্মোচন হোক কবিজীবনের আরো অজানা দিক। শুভেচ্ছা ও শ্রদ্ধা।

    উত্তরমুছুন

thank you so much