আগ্নেয়গিরি
একশ ওয়াটের বাল্বটি
নিজেকে সূর্যের পরিচয় দিয়ে চুপ করিয়ে দিয়েছিল
মাটির সমস্ত প্রতিবাদের ভাষা ।
তারপর সমস্ত শক্তি হারিয়ে মৃত্তিকা
তলিয়ে যায় গভীর ঘুমের দেশে।
তারপর ক্ষমতার দম্ভে
একশ ওয়াটের বাল্ব
ভূ-বক্ষে পদাঘাত করতে করতে
একে একে হাসিল করছিল
মত্ত পৃথিবীর যাবতীয় উল্লাস।
কিন্তু এত সহজেও সব শেষ হয় না।
একটু একটু করে মৃত মৃত্তিকার
বুকের ভিতর পলি জমতে থাকে আগুনের।
জমতে-জমতে, জমতে-জমতে
ভিতরে ভিতরে ফুটতে থাকা লাভাদের বিদ্রোহ নিয়ে
একদিন সে জীবন্ত আগ্নেয়গিরি হয়ে ওঠে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much