০৭ নভেম্বর ২০২১

সজল কুমার মাইতি




মানসী



পূজোয় তারে দেখেছিলেম নানা রঙের সাজে
কোথাও সে বাদ্যি বাজায় কোথাও ব্যস্ত কাজে।
কখনো সে অঞ্জলি দেয় কখনো সাজে সিধে
রাতের বেলায় ধুনুচি নাচে ঘামে নেয়ে ভিজে।
সকাল বেলায় আগমনীর সুরে সবায় করে মাতাল 
পংক্তি ভোজের দুপুরেতে সবার খেতে খেতে বিকাল।
সিঁদুর মাখা মুখে তোমায় লাগে যে দেবী
বিসর্জনের পরও থাকবে তোমার স্মৃতির ছবি।
সুখ দুঃখ থাকে সবার থাকবে তাও জানি
তারই মাঝে আনন্দরে করি কেবল টানাটানি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much