সত্যের প্রতি আমার অনুরাগ সবসময়...
তবুও কেমন করে যেন, মিথ্যেতেই হলো বসবাস!
সুসংহত আর সুসংবদ্ধ জ্ঞান থাকা সত্ত্বেও
ভুল -ভ্রান্তি হলো কোথায় কী জানি!
প্রভাব বিস্তর করল হৃদয়েরর গভীর থেকে গভীরে,
জানি না, সত্যের উপলব্ধিগুলো গ্রাস করল কীসে?
হয়তো বা আবেগ, হয়তো বা আকৃষ্ট হয়েছি,
বিমোহিত হয়েছি, প্রভাবিত হয়েছি কথা আর ভালোবাসার ফাঁদে...
আকস্মিক সুবিন্যস্ত জীবনধারা বাঁক নিল
এক উদ্দেশ্যহীন আর নিয়ন্ত্রণহীন গতির পথে,
কোন অভিজ্ঞতা, বিশ্লেষণেই বাঁধা পড়ল না মন।
পরিদৃশ্যমান জগত-জীবনের অন্তরালে
এক স্বাপ্নিক সত্তা গিলে খায় আমায়...
আমি ভুলে যাই, আমার ধর্মীয়, বুদ্ধিগত, সৌন্দর্যগত, নৈতিক চেতনা
কঠোর তপস্যা ও সাধনায় সত্য করতে চাই, স্বপ্ন আর চিন্তার বিলাসিতাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much