১৭ অক্টোবর ২০২১

জামিল জাহাঙ্গীর 




গোপন কান্নার দিন 
 
 কিছু অভিমান জমিয়ে রেখেছি বুকে একটা দোয়েল এসে ঠোঁটে গেঁথে উড়ে গেলো কিছু অনুযোগ লিখে পাথর চেপে রাখবো দমকা বাতাসে ভেসে গেছে ওরাও অচেনা... বালিকার নাম কান্না শুনে হাসি পেলো আমার ভুলে গেছি শেষ কবে হেসেছিলাম বালকের দুঃখ নামে একটুও করুণা নয় নিদারুণ খরায় পুড়ে যাচ্ছে আকাশজমিন ... শোক নয় সন্তাপই জরুরী এখন দুধের মাছিরা ভনভন করুক প্রোপাগান্ডায় চোখ মুছতে গেলেই হাত পুড়ে যায় অশ্রুতে এ ঘন শ্রাবণ কাঁদতে ভুলে গেছে আমি আর কাঁদবো না তুমিও কাঁদতে যেও না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much