১৭ অক্টোবর ২০২১

আতিয়ার রহমান 



স্মৃতির কলতান 

 প্রজাপতি ভীড় করে না ডালিম ফুলে এসে মৌমাছিরা গাঁও ছেড়েছে সে কোন নিরুদ্দেশে! খেজুর রসের নলেন গুড়ে মাছির উড়াউড়ি টাটকা রসে আর পড়ে না বড়ন ধানের মুড়ি। কিশোর সকাল আঁধার করে সেই যে গেলো মায় কুটুমপাখি মধুর সুরে ডাকলো না আর আয়। ফাগুন রাঙা শিমুল পলাশ হাজার পাখির ভীড় শালিক টিয়া বুলবুলিরা হারালো তার নীড়। হারালো সেই গোধূলি রঙ ঘরে ফেরার টান। পুঁইয়ের ডগা লাউয়ের মাচায় চাঁদের হাসি ম্লান। বদলে গেছে সেই মেঠো পথ সোদা মাটির ঘ্রাণ গোধূলি চোখ তবু খোঁজে স্মৃতির কলতান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much