সত্যের পাটাতনে উন্মাদের নৃত্য
দাপটের গ্লোবালে শিং নেড়ে গুণটানে হালের মাঝি....
শরতে বর্ষা নামে.....
কাজীর ভাত খুটে খায় বসন্তের কোকিল!
মিষ্টি সুরা পান.....
উড়ে যায় সুসময়ের মাছি
স্বর্গে ঘুরে মাতাল ল্যাম্বার্ট!
গাজনের বাজনায় ব্রাহ্ম পুরোহিত
শেকল ভাঙার গানে নবারুণ প্রলাপ
কাঠখড়ে পোড়ে ইঁটপাথরের ইমারত
বাতাসের ছাইভষ্মে রেনেসাঁস....
হ্যামিলনের বাঁশি হাতে কালের আগন্তুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much