যাপিত সময়
আমার সকাল টা আমার মতই হবে পাতায় যেমন শিশির থাকে।
তেমনি চোখে মুক্তার মতো স্বপ্ন ও বিষাদ দুটোই থাকবে কান্নার জলে বাঁকে বাঁকে।
দিবস রজনী কেটেছে এক নির্ঘুম নির্জনে।
ঠিকানা ছিল আগের জায়গায়
শুধু সাথী হারা হলো এই যা,
কেঁদে কেটে বৃষ্টি নামতো মেঘলা আকাশে বেদনার সংগোপনে।
বিগত বছর গুলোতে হাসতে পারিনি কাতর যন্ত্রনায়।
শুধু তাকিয়ে দেখেছি গত বছর গুলোর স্তব্ধ চেহারা।
রোদ, বৃষ্টি, আলো আঁধারে,
ব্যস্ততায় অখন্ড অবসরে বেলা অবেলায়।
নিয়মের বেড়াজালে ছুটে চলে জীবনের বাঁকে,
পৃথিবীর পুরানো নিয়মে আমি নতুন বৈষ্ণবী।
সরলা পথ হেটে চলেছি একা একা।
অবাধ্য স্মৃতি গুলোতে অনন্ত তৃষ্ণা থাকে।
অব্যক্ত হাহাকার ভেজা সন্ধ্যায়,
স্বপ্নের রঙ সময়ের অপেক্ষায়,
আঁকা স্মৃতি গুলো ধূসর হয়,
নিস্প্রভ চোখে তাকিয়ে রয়।
কখনো অদৃশ্য বদল কখনো দৃশ্যত পলায়ন,
কোথাও পরাজয় ভেবে নয় অবধারিত জয়ের বুনন।
পৌঁছে যাই প্রতিটি মৌন কাজের আষ্টেপৃষ্টে,
ক্রমাগত মনের ভিতর উচ্ছ্বলতার জোয়ার বইয়ে দিচ্ছে।
মাঝে মাঝে দখিণা বাতাসে স্মৃতির আগুন জ্বলে,
স্মৃতির প্লাবনে অপূর্ণ তায় যায় সব ভুলে।
চাঁদ আলো দিয়ে বলে যায় আগামী তে আসবে ফের,
স্বপ্ন দিবে, কিছু সুখ আর মুঠো মুঠো নির্জনতা ঢের।
শত শূন্যতা আর বাধার পাহাড় ভেংগে এসে,
মনের সিড়ি বেয়ে বিষাদের বহুতলে বেদনারা উঠে আসে।
তবুও সেই অপেক্ষায় আজো আছি অপেক্ষমান,
সাথী করে কবিতা, শব্দের মিছিল, উপমা সময়ের গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much